চট্টগ্রামের চাক্তাইয়ে ভেড়ামার্কেটের বস্তিতে
আগুনে সহায়-সম্বল ও মাথা গোঁজার ঠাঁই হারিয়ে বিপাকে প্রায় আড়াইশো পরিবার। এখনো
তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়নি। খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে
তারা। সুত্র: ইন্ডিপেন্ডেন্ট
প্রসঙ্গত
রোববার রাত সাড়ে ৩ টার দিকে চট্টগ্রামের চাক্তাইয়ের ভেড়ামার্কেট বস্তিতে আগুন
লাগে। এ সময় অধিকাংশ মানুষ পালাতে পারলেও ঘুমের মধ্যেই দগ্ধ হয়ে মারা যায় ২
পরিবারের ৭ সদস্যসহ অন্তত আটজন। জেলা প্রশাসন গঠিত চার সদস্যের কমিটি ঘটনা তদন্তে
কাজ করছে। নিহতদের পরিবারকে বিশ হাজার টাকা করে দেয়ার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসক।
এ ছাড়া
ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা দেওয়া হয় সিটি কর্পোরেশনের
পক্ষ থেকে। কিন্তু অনেকের অভিযোগ তারা আর্থিক সহায়তার টাকা পাননি। এ বিষয়ে তারা
জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করে সহায়তা না পাওয়ার বিষয়ে অভিযোগ করেছেন।
প্রায় ২০
বছর ধরে এলাকাটি দখলে নিয়ে নিম্ম আয়ের মানুষের কাছে ঘর ভাড়া দিয়ে টাকা আদায়
করছিলেন স্থানীয় প্রভাবশালীরা। আদালতের স্থগিতাদেশ থাকায় উচ্ছেদ করতে না পারার কথা
জানিয়েছে প্রশাসন।
No comments:
Post a Comment